ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গোল্ডেন গ্লোব জিতলো ‘দ্য রেভিন্যান্ট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
গোল্ডেন গ্লোব জিতলো ‘দ্য রেভিন্যান্ট’ আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু ও লিওনার্ডো ডিক্যাপ্রিও

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রসহ সামনের সারির তিনটি বড় পুরস্কার বাগিয়ে নিলো ‘দ্য রেভিন্যান্ট’। এতে সীমান্তবাসী হিউ গ্লাস চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন লিওনার্ডো ডিক্যাপ্রিও।

এ নিয়ে তৃতীয়বার গোল্ডেন গ্লোব জিতলেন তিনি। ছবিটির জন্য আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতুর হাতে উঠেছে সেরা পরিচালকের সম্মান। গতবার তিনি অস্কার জিতেছিলেন।

 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বেভারলি হিলটন হোটেলে রোববার রাতটা (বাংলাদেশে ১১ জানুয়ারি) হয়ে গেলো ‘দ্য রেভিন্যান্ট’ময়। এখানেই বসেছিলো গোল্ডেন গ্লোবের ৭৩তম আসর। ‘অস্কারের পূর্বাভাস’ হিসেবে পরিচিত এই আয়োজন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের। এটি উপস্থাপনা করেন কমেডিয়ান রিকি গারভেইস।
 
সেরা অভিনেত্রী (ড্রামা) বিভাগে ‘রুম’ ছবির জন্য ব্রাই লারসনের জয় আসরের সবচেয়ে বড় চমক। অনেকে ধরেই নিয়েছিলেন ‘ক্যারল’ ছবির জন্য পুরস্কারটি উঠবে কেট ব্ল্যানচেট অথবা রুনি মারার হাতে। টড হেইন্স পরিচালিত ‘ক্যারল’ পাঁচটি মনোনয়ন পেলেও শুন্য হাতে ফিরতে হয়েছে।

একই অবস্থা চারটি বিভাগে মনোনীত  ‘দ্য বিগ শর্ট’, তিনটি করে মনোনয়ন পাওয়া ‘দ্য ড্যানিশ গার্ল’ ও ‘স্পটলাইট’ ছবিগুলোর। একটি সম্মানও আসেনি এসবের ঘরে।
 
মিউজিক্যাল অথবা কমেডি বিভাগেও একই ছবির ঘরে এসেছে সেরা চলচ্চিত্র (দ্য মার্শিয়ান) ও সেরা অভিনেতার (ম্যাট ডেমন) সম্মান। এ বিভাগে ‘জয়’ ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জেনিফার লরেন্স।
 
বক্স অফিসে ব্যর্থ হলেও সমালোচকদের প্রশংসা পাওয়া ‘স্টিভ জবস’-এর জন্য সেরা সহ-অভিনেত্রী হয়েছেন কেট উইন্সলেট। এ ছবির চিত্রনাট্যও হয়েছে সেরা। জীবনের প্রথম গোল্ডেন গ্লোব জিতেছেন হলিউডের অ্যাকশন তারকা সিলভেস্টার স্ট্যালোন। ‘ক্রিড’ ছবিতে রকি বালবোয়া চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি হয়েছেন সেরা সহ-অভিনেতা।
বিদেশি ভাষার ছবি হয়েছে হাঙ্গেরির ‘সান অব সাউল’। অ্যানিমেটেড ছবির মধ্যে সেরা ‘ইনসাইড আউট’। সেরা গান হয়েছে জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেক্টর’-এ স্যাম স্মিথের গাওয়া ‘রাইটিংস অন দ্য ওয়াল’।
 
টেলিভিশন বিভাগে ‘মিস্টার রোবট’ ও ‘মোৎসার্ট ইন দ্য জঙ্গল’ জিতেছে দু’টি করে পুরস্কার। গায়িকা হিসেবে বিখ্যাত লেডি গাগা ‘আমেরিকান হরর স্টোরি: হোটেল’-এর জন্য টিভি মুভি বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।
 
৭৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা

চলচ্চিত্রে সেরা
ছবি-ড্রামা: দ্য রেভিন্যান্ট
অভিনেত্রী (ড্রামা): ব্রাই লারসন (রুম)
অভিনেতা (ড্রামা): লিওনার্ডো ডিক্যাপ্রিও (দ্য রেভিন্যান্ট)
ছবি-মিউজিক্যাল অথবা কমেডি: দ্য মার্শিয়ান
অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): জেনিফার লরেন্স (জয়)
অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): ম্যাট ডেমন (দ্য মার্শিয়ান)
অ্যানিমেটেড ছবি: ইনসাইড আউট
বিদেশি ভাষার ছবি: সান অব সাউল (হাঙ্গেরি)
সহ-অভিনেত্রী: কেট উইন্সলেট (স্টিভ জবস)
সহ-অভিনেতা: সিলভেস্টার স্ট্যালোন (ক্রিড)
পরিচালক: আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু (দ্য রেভিন্যান্ট)
চিত্রনাট্যকার: অ্যারন সরকিন (স্টিভ জবস)
মৌলিক সুর: দ্য হেটফুল এইট (এনিও মরিকোন)
মৌলিক গান: রাইটিংস অন দ্য ওয়াল (স্পেক্টর)
 
টেলিভিশনে সেরা
সিরিজ-ড্রামা: মিস্টার রোবট
অভিনেত্রী (টিভি সিরিজ): টারাজি পি. হেনসন (এম্পায়ার)
অভিনেতা (টিভি সিরিজ): জন হ্যাম (ম্যাড মেন)
টিভি সিরিজ-মিউজিক্যাল অথবা কমেডি: মোৎসার্ট ইন দ্য জঙ্গল
অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): র‌্যাচেল ব্লুম (ক্রেজি এক্স-গার্লফ্রেন্ড)
অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): গায়েল গার্সিয়া বার্নাল (মোৎসার্ট ইন দ্য জঙ্গল)
টেলি মুভি : উলফ হল
অভিনেত্রী (টেলি মুভি): লেডি গাগা (আমেরিকান হরর স্টোরি: হোটেল)
অভিনেতা (টেলি মুভি): অস্কার ইসাক (শো মি অ্যা হিরো)
সহ-অভিনেত্রী (টেলি মুভি): মাউরা টিয়ারনি (দ্য অ্যাফেয়ার)
সহ-অভিনেতা (টেলি মুভি): ক্রিশ্চিয়ান স্লেটার (মিস্টার রোবট)
সেসিল বি. ডিমিলে অ্যাওয়ার্ড : ডেনজেল ওয়াশিংটন
 
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬/আপডেট: ১১৫৬ ঘণ্টা
জেএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।