ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২৫ বছর বয়সী চরিত্রে ৫০-এর শাহরুখ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
২৫ বছর বয়সী চরিত্রে ৫০-এর শাহরুখ

কলকাতা: ‘ফ্যান’ চলচ্চিত্রে ২৫ বছর বয়সী এক যুবকের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। চরিত্রের নাম গৌরব।

২৫ বছর বয়সী চরিত্রে তো তিনি থাকছেনই, একইসঙ্গে ওই একই ছবিতে পরিণত বয়সের আরও একটি  চরিত্রে অভিনয় করেছেন পঞ্চাশ বছর বয়সী এই অভিনেতা।

মনীষ শর্মা পরিচালিত এ ছবিটি তার অভিনয় জীবনে করা চরিত্রগুলোর মধ্যে অন্যতম কঠিন বলে স্বীকার করেছেন শাহরুখ। একদিকে ২৫ বছর বয়সী গৌরব, অন্যদিকে সুপারস্টার অরিয়ন খান্না, এ দুই চরিত্রকে সামলাতে বেশ বেগ পেতে হয়েছে শাহরুখ খানকে।

তবে ‘ফ্যান’ চলচ্চিত্রের এডিটর নম্রতা রাও জানিয়েছেন অদ্ভুত দক্ষতায় এই দুটি চরিত্রকে সামলেছেন শাহরুখ।   আগামী এপ্রিল মাসে ভারতে মুক্তি পাচ্ছে ‘ফ্যান’।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ৭ জানুয়ারি , ২০১৬
ভিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।