ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অনলাইনে ‘তোমার জন্য মন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
অনলাইনে ‘তোমার জন্য মন’ জয় শাহরিয়ার ও পূজা

‘তোমার জন্য মন’ শিরোনামের নতুন একটি দ্বৈত গান গেয়েছেন জয় শাহরিয়ার ও পূজা। এবারই প্রথম একসঙ্গে গাইলেন তারা।

মঙ্গলবার (৫ জানুয়ারি) অনলাইনে প্রকাশ হচ্ছে। আইটিউন্স, অ্যামাজন, গুগল প্লে, স্পটিফাইসহ ২৫০টি পোর্টালে এটি প্রকাশ হবে।

গানটির কথা সুর ও সংগীত জয় শাহরিয়ারের। তার ইউটিউব চ্যানেলে আসবে এর মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন প্রীত রেজা। গানটি প্রকাশ করেছে আজব রেকর্ডস।

সিঙ্গেল প্রকাশ প্রসঙ্গে জয় শাহরিয়ার বললেন, ‘বিশ্বজুড়ে সিঙ্গেল প্রকাশ জনপ্রিয় পন্থা। স্টুডিও অ্যাবামের উল্লেখযোগ্য ১-২টি গান প্রথমে সিঙ্গেল হিসেবে প্রকাশের পর বাকি গানের সমন্বয়ে পুরো স্টুডিও অ্যালবাম প্রকাশ করে থাকেন আন্তর্জাতিক অঙ্গনের শিল্পীরা। বাংলাদেশের সংগীতাঙ্গনেও সিঙ্গেল প্রকাশ গ্রহণযোগ্য পন্থা হয়ে গেছে। ’

পূজা বলেছেন, ‘জয় শাহরিয়ারের সঙ্গে গান গাওয়ার ইচ্ছে ছিলো অনেকদিনের। সে সুযোগ পাওয়ায় খুব ভালো লেগেছে। ’

* ‘তোমার জন্য মন’ গানের ভিডিও : 


বাংলাদেশ সময় : ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।