ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গানে গানে ১০ বছর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
গানে গানে ১০ বছর কেক কাটছেন অতিথিরা

সংগীত জগতে আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস। ১০ বছর ধরে প্রতিষ্ঠানটি বাংলাদেশি গানের প্রসারে কাজ করছে।

সিডি চয়েসের হাত ধরে লাইমলাইটে এসেছেন অনেক কণ্ঠশিল্পী, জনপ্রিয় হয়েছে অনেকের গান।

২০০৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সিডি চয়েস। দশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে গত ১ জানুয়ারি সিডি চয়েসের কার্যালয়ে কাটা হয় কেক। এখানে ছিলেন সংগীতাঙ্গনের মানুষেরা।

সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল ও সিইও আশিকুল ইসলাম জানান, ভবিষ্যতেও গৌরবের সঙ্গে তারা অডিও শিল্পে কাজ করে যেতে চান। উপহার দিতে চান প্রতিশ্রুতিশীল শিল্পী, গীতিকার ও সুরকার।  

এদিকে দশ বছর পূর্তিতে সিডি চয়েসের জন্য একটি থিম সং তৈরি করেছেন অয়ন চাকলাদার ও এমএমপি রনি। এতে কণ্ঠ দিয়েছেন মিলন, অয়ন, শাফায়েত ও সাগর।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।