ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আল্পস পর্বতে পুত্রদের নিয়ে হৃতিক (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আল্পস পর্বতে পুত্রদের নিয়ে হৃতিক (ভিডিও)

এ বছর হৃতিক রোশনের কোনো ছবি মুক্তি পায়নি। ফলে দুই পুত্রসন্তানের সঙ্গে দেদার সময় কাটাতে পেরেছেন তিনি।

রেহান ও ঋধানকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন বলিউডের এই সুপারস্টার। বাদ যায়নি বড়দিনও।

ডুগ্গু (হৃতিকের ডাকনাম) ও তার দুই বিচ্ছুর এবারের যাত্রাটা ছিলো রোমাঞ্চকর। তারা চষে বেড়িয়েছেন সুইজারল্যান্ডের আল্পস। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হৃতিক সেখানে ধারণকৃত একটি ভিডিও পোস্ট করেছেন টুইটারে। এতে দেখা যাচ্ছে, সন্তানদের নিয়ে বরফের ওপর স্কি চালাচ্ছেন ৪০ বছর বয়সী এই তারকা।

২০০০ সালে হৃতিক বিয়ে করেন সুজান খানকে। গত বছরের নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়। তারা এখন যৌথভাবে সন্তানদের দেখাশোনা করছেন।

হৃতিক এখন ব্যস্ত আশুতোষ গোয়াড়িকরের ‘মহেঞ্জোদারো’ নিয়ে। এটি মুক্তি পাবে আগামী বছরের ১২ আগস্ট। এতে আরও আছেন পূজা হেগড়ে, কবির বেদি, অরুণোদয় সিং। এর কাজ শেষ হলে হৃতিক মনোযোগ দেবেন বাবা রাকেশ রোশন প্রযোজিত আগামী ছবিতে। এটি পরিচালনা করবেন সঞ্জয় গুপ্ত।  

* হৃতিক রোশন ও তার দুই পুত্রের স্কি করার ভিডিও :


বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।