ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যশ চোপড়া স্মৃতি পুরস্কার পাচ্ছেন রেখা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
যশ চোপড়া স্মৃতি পুরস্কার পাচ্ছেন রেখা

যশ চোপড়া স্মৃতি পুরস্কার পাচ্ছেন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী রেখা। অভিনয় গুণ ও চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য পুরস্কারটি দেওয়া হচ্ছে ৬১ বছর বয়সী এই তারকাকে।

আগামী বছরের ২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে জমকালো আয়োজনে মহারাষ্ট্র সরকারের কাছ থেকে এই সম্মাননা হাতে পাবেন তিনি।

২০১২ সালে ২১ অক্টোবর মারা যান প্রবাদপ্রতিম নির্মাতা যশ চোপড়া। এরপর তার স্মরণে পুরস্কারটি চালু করে টি. সুব্বারামি রেড্ডির টিএসআর ফাউন্ডেশন। অনস্বীকার্য অবদানের স্বীকৃতিস্বরূপ রুপালি দুনিয়ার প্রবীণ ব্যক্তিদেরকে প্রতি বছর এ সম্মাননা দেওয়া হচ্ছে। পুরস্কার হিসেবে থাকে সোনার মেডেল এবং ১০ লাখ রুপি।

এবারের জুরি বোর্ডে ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী, জয়াপ্রদা, সিমি গারেওয়াল, প্রযোজক বনি কাপুর, যশ চোপড়ার সহধর্মিণী পামেলা চোপড়া ও উদ্যোক্তা টি. সুব্বারামি রেড্ডি।

১৯৮১ সালে যশ চোপড়ার ‘সিলসিলা’ ছবিতে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে অভিনয় করেন রেখা। এর আগে যশ চোপড়া স্মৃতি পুরস্কার পেয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর ও বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।