ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ছুটকি’র দেখা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
‘ছুটকি’র দেখা পুজা রুপারেল

‘দিলওয়ালে দুলনিয়া লে যায়েঙ্গে’ ছবিটার মনে অাছে? তাহলে অবশ্যই মনে থাকার কথা কাজলের বোন ছুটকিকে। কাজল-শারুখের পর অসাধারণ অভিনয়ের জন্য তাকেও নজরে পড়েছিলো সবার।

হাজার সপ্তাহ ধরে মুম্বাইয়ের মারাঠা মন্দির থিয়েটারে একটানা চলেছে ‘দিলওয়ালে দুলনিয়া লে যায়েঙ্গে’।

এই হাজার সপ্তাহে বদলে গেছেন ছুটকি। তিনি অার ছোট্টটি নেই। এখন পরিণত সুন্দরী। ভারতীয় সিনেমার ইতিহাসে জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলনিয়া লে যায়েঙ্গে’-এর  হাজার সপ্তাহ উদযাপনে মিলিত হয়েছিলেন সমস্ত তারকারা। সেখানেই দেখা গেল ছুটকিকেও। যার আসল নাম পুজা রুপারেল। বয়স এখন ৩৪ এর কোঠায়। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। বর্তমানে মুম্বাইবাসী।

‘দিলওয়ালে দুলনিয়া লে যায়েঙ্গে’( ১৯৯৫)  এবং ‘কিং আঙ্কেল’ (১৯৯৩) ছবির পর, সম্প্রতি তাকে দেখা গেছে টেলিভিশনের এক কমেডি শোতে। এরপর দেখা মিললো ‘দিলওয়ালে দুলনিয়া লে যায়েঙ্গে’-এর হাজার সপ্তাহ উদযাপনে। পুজা রুপারেল জানিয়েছেন, ছবিটিতে কাজ করা ছিল রূপকথার মতো।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১৯ ডিসেম্বর, ২০১৫
ভি.এস/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।