ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘শেষের কবিতা’ নিয়ে ওপারে প্রাঙ্গণেমোর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
‘শেষের কবিতা’ নিয়ে ওপারে প্রাঙ্গণেমোর

নাট্যদল প্রাঙ্গণেমোরের সফল প্রযোজনা ‘শেষের কবিতা’। দেশ-বিদেশে এটি বেশ সমাদৃত।

এবার পশ্চিমবঙ্গের দর্শক দেখতে পাবেন নাটকটি। আগামী ২২ ডিসেম্বর পশ্চিমবঙ্গের ঋত্বিক সদন মঞ্চে প্রদর্শিত হবে এটি।

১৭ ডিসেম্বর থেকে সেখানে শুরু হয়েছে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র নাট্যোৎব। এর আয়োজক পশ্চিমবঙ্গের নাটকের দল কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র। উৎসব চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

‘শেষের কবিতা’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিলো ২০১২ সালে কলকাতার মধুসূদন মঞ্চে পূর্ব-পশ্চিম নাট্যদল আয়োজিত আন্তজার্তিক নাট্যোৎবে । এছাড়া এ নাটকটি মুম্বাই ও শান্তি নিকেতনেও মঞ্চায়িত হয়েছে। দর্শকনন্দিত হওয়ার কারণেই এবারও এটি আমন্ত্রণ পেয়েছে।

প্রাঙ্গণেমোর-এর প্রতিষ্ঠাতা অনন্ত হিরা জানান,  কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন তিনি। আর নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। এতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, শুভেচ্ছা, ইস্টের সুমী, আউয়াল রেজা, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, চৈতী, কারিমা, জাহিদ, আশা, রিগ্যান, সীমান্ত, মনির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।