ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদ?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদ? ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর

খবরের এই শিরোনামটি ভেঙে দেবে অনেকের মন! বলিউড ভক্তরা কখনও চান না তাদের প্রিয় তারকাদের বিচ্ছেদ হোক। বিশেষ করে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের ক্ষেত্রে তো এ চাওয়াটা মোটেই নয়।



টাইমস অব ইন্ডিয়ার দেওয়‍া এক প্রতিবেদনে জানা যায়, বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের এই লাভবার্ড। কিন্তু কেনো? কারণ ঘোলাটে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রণবীর-দীপিকার ‘তামাশা’। ছবিতে প্রাক্তন প্রেমিকার সঙ্গে তার এতো ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না ক্যাট।  

সম্প্রতি জিকিউ ম্যাগ‍াজিনের দেওয়া এক সাক্ষা‍ৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন, রণবীর কাপুরের পরিবারের সঙ্গে তার সম্পর্ক খুব মধুর নয়। সেখানে ক্যাট প্রকাশ করেছেন তার আশংকার কথা, যদি তারা বিয়েও করেন, তাহলেও রণবীর হয়তো তাকে সম্পূর্ণভাবে ভালোবাসবে না! এখানেই শেষ নয়, রণবীর-দীপিকার কাজ নিয়ে তিনি খুশি নন এমনটাও জানিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

ওই সাক্ষ‍াৎকারে ৩২ বছর বয়সী এ অভিনেত্রী আরও জানান, আমার জীবনের সঙ্গে যে মানুষগুলো জড়িয়ে আছে, তাদের আমি কোনো কিছ‍ুতে জোর করতে চাই না। তাদের পছন্দ তাদের নিজের।

জানা গেছে, নিজের সম্পর্ককে আরও একটি সুযোগ দেওয়ার জন্য প্রেমিক রণবীরের সঙ্গে আইসল্যান্ডে ছুটি কাটানোর পরিকল্পনা করছেন ক্যাটরিনা।       

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।