ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রানীর মা হওয়ার খবরে উচ্ছ্বসিত আমির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
রানীর মা হওয়ার খবরে উচ্ছ্বসিত আমির আমির খান ও রানী মুখার্জি

আমির খান ‘দঙ্গল’-এর দৃশ্যধারণ নিয়ে পুণেতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেখানে তিনি জানতে পারেন কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি।

সহশিল্পীর মা হওয়ার খবরটি শোনার পর, উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমির। ছবির সেটে সবাইকে নিয়ে আনন্দ উদযাপন করেন তিনি।  

৫০ বছর বয়সী এই অভিনেতার মুখপাত্র জানান, রানীর প্রথম সন্তান আদিরার আগমনের খবর শোনার পরই উল্লাসে মেতে উঠেন বলিউডের এই সুপারস্টার। এমনকী ছবির সেটে সকলকে মিষ্টি মুখ করানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন মিস্টার পারফেকশনিস্ট।

১৯৯৭ সালে ‘গোলাম’ ছবিতে প্রথম জুটিবদ্ধ হয়েছিলেন আমির খান ও রানী মুখার্জি। এরপর ‘মন’, ‘মঙ্গল পান্ডে’ ও ‘তালাশ’ ছবিতে দেখা যায় এই জুটিকে। গত বুধবার (৯ ডিসেম্বর) ‍মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে প্রথম সন্তানের মা হন রানী। তার নাম রাখা হয়েছে আদিরা।   

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।