ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখের লাভগুরু আবরাম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
শাহরুখের লাভগুরু আবরাম! শাহরুখ খান ও আবরাম

অনুরাগীরা তাকে রোমান্সের রাজা মনে করেন। বিভিন্ন ছবিতে প্রেমিকের চরিত্রেই বেশি দেখা যায় শাহরুখ খানকে।

রোহিত শেঠির ‘দিলওয়ালে’র প্রচারণার বলিউডের এই সুপারস্টারকে প্রশ্ন করা হয়, “আপনার জীবনে ‘লাভ গুরু’ কে?” উত্তরে তিনি জানান,  আমি হয়তো সেই বয়সটা পেরিয়ে এসেছি।

এ সময় সহশিল্পী কাজল শাহরুখকে বলেন,  “আবরামই তোমার ‘লাভ গুরু’। ” কাজলের কথায় সায় দিয়েছেন কিং খান,  “হ্যাঁ। আমার ‘লাভ গুরু’ আবরাম। আমি ওর সব অনুসরণ করি। ওর হাঁটা-চলা, ও কী করছে, সব। ”

৫০ বছর বয়সী এই অভিনেতা তার ছোট ছেলের প্রশংসা করে আরও বলেন, “আবরাম সত্যিই ভালোবাসতে জানে। আমার মতে, জীবজন্তুরাও ভালো ‘লাভ গুরু’। শিশু ও জীবজন্তুর ভালোবাসাই প্রকৃত প্রেম। কারণ তাদের ভালোবাসায় কোনো শর্ত থাকে না, তা নিখাদ। তাদের ভালোবাসা প্রকৃত অর্থেই খাঁটি। ’

‘দিলওয়ালে’ মুক্তি পাবে ১৮ ডিসেম্বর। এই ছবির মাধ্যমে পাঁচ বছর পর ফের জুটি বেঁধেছেন শাহরুখ-কাজল। ছবিতে তাদের সহশিল্পী হিসেবে আরও আছেন বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, বোমান ইরানি ও জনি লিভার।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।