ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘সোবহান সাহেবের সংবর্ধনা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
‘সোবহান সাহেবের সংবর্ধনা’ নাটকের দৃশ্যে সুমনা সোমা ও ডিএ তায়েব

বিশিষ্ট মুক্তিযোদ্ধা সোবহান হায়দারকে সংবর্ধনা দেওয়ার সব প্রস্তুতি শেষ। ১৬ ডিসেম্বর বিকেলে সৈয়দপুর বাংলা হাইস্কুল মাঠে তাকে এই সংবর্ধনা দেওয়া হবে।

৬ ডিসেম্বর খবর আসে এলাকার কুখ্যাত ডাকাত জলিল রাজাকার পুলিশের হেফাজতে থাকা অবস্থায় পালিয়ে গেছে। জলিল রাজাকারকে রংপুর কারাগার থেকে দিনাজপুর কারাগারে নেওয়া হচ্ছিলো। পুলিশের পক্ষ থেকে মূল দায়িত্বে ছিলেন সোবহান সাহেবের ছেলে সোহেল হায়দার। সতর্ক প্রহরা সত্ত্বেও জলিল রাজাকার পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে দেশে তোলপাড় শুরু হয়।

এদিকে যে সময় মুক্তিযোদ্ধা বাবা সংবর্ধনা পেতে যাচ্ছেন সেই সময়ে যুদ্ধাপরাধীর পালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়। অভিযোগের তীর ছোটে সোবহানের ছেলের দিকে। রহস্য দানা বাঁধতে থাকে। সমসাময়িক ঘটনার প্রেক্ষাপটে এমন কাহিনী নিয়ে তৈরি হয়েছে টেলিছবি ‘সোবহান সাহেবের সংবর্ধনা’। এতে অভিনয় করেছেন ডি এ তায়েব, সুমনা সোমা, হাফিজুর রহমান সুরুজ, জিয়াউল হাসান কিসলু, মাহবুবা রেজানুর, সুকর্ন হাসান প্রমুখ। বিজয় দিবস উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।