ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মডেল মৌসুমীর খোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
মডেল মৌসুমীর খোঁজ মৌসুমী হামিদ / ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌসুমী হামিদের বিজ্ঞাপনচিত্রে উপস্থিতি অনেকটাই কম। অবশ্য তিনি মডেলিংয়ে ওইভাবে আগ্রহ নিয়ে ঝোঁকেননি কখনও।

তুলনায় অনেকগুণ বেশি নজর দিয়েছেন অভিনয়ে, নাটক-সিনেমা দু’ক্ষেত্রেই। তবু সময়-সুযোগ পেয়ে গেলে একেবারেই যে পণ্যের মডেল বনে যান না, তা তো নয়। নতুন খবরটির জন্ম ওইভাবেই।

নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। ডুডলস ইন্সট্যান্ট নুডলসের। ১২ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও কোক স্টুডিওতে দৃশ্যধারণ হয়েছে। এটি নিয়ে পরদিন যখন মৌসুমীর সঙ্গে মুঠোফোনে কথা হয়, তখন তিনি কক্সবাজারের পথে। বলছিলেন, ‘ভালোই হয়েছে কাজটি। এতে আমি আছি, আর আছে বিপু। ’ বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন নজরুল ইসলাম রাজু। ক্যামেরায় ছিলেন অপু রোজারিও।

এদিকে মৌসুমী এখন পুরোপুরি ডুবে আছেন ‘কয়লা’য়। তার পরবর্তী চলচ্চিত্র। সুমন আনোয়ার নির্মাণ করবেন। ছবিতে আছেন মোশাররফ করিম ও রওনক হাসান। ‘কয়লা’ নিয়ে দারুণ আশাবাদী মৌসুমী।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
কেবিএন/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।