ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন নাজনীন হাসান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন নাজনীন হাসান খান

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড ২০২৪-এ শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ভূষিত হলেন নাজনীন হাসান খান। যিনি গেল এক দশকের অধিক সময় ধরে নাট্যাঙ্গনে একাধারে নাটক রচনা, নির্মাণ ও প্রযোজনা করে এসেছেন।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে এই তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রাজীব মণি দাসের রচনায় বিশেষ টেলিফিল্ম ‘মায়ের ইচ্ছা’ নাটকে অনবদ্য নির্মাণ শৈলীর জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে নাজনীন হাসান খানকে এই অনন্য পুরস্কার প্রদান করা হয়।

এ সময় তার হাতে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার তুলে দেন চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, সৈয়দ মার্গুব মোর্শেদ ও মীর হাসমত আলী।

সম্মাননা প্রসঙ্গে নাজনীন হাসান খান বলেন, আমি খুবই অভিভূত এবং সকলের কাছে কৃতজ্ঞ আমাকে এই সম্মানে ভূষিত করার জন্য। কাজের প্রতি ভালোবাসা, ভালো লাগা আমার সব সময়ই ছিল। আজ আরও বেড়ে গেল। ভবিষ্যতেও বৈচিত্র্য আছে এমন গল্প নিয়ে নির্মাণ করতে চাই।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।