ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৩ সেকেন্ড ভিডিওর জন্য নয়নতারাকে ১০ কোটির আইনি নোটিশ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
৩ সেকেন্ড ভিডিওর জন্য নয়নতারাকে ১০ কোটির আইনি নোটিশ!

ভারতের তামিল সিনেমা জগতে ১০ কোটি টাকার আইনি নোটিশকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড। অভিনেতা-প্রযোজক ধনুশ আইনি নোটিশটি পাঠিয়েছেন লেডি সুপারস্টার নয়নতারাকে।

অভিনেত্রীর অভিযোগ, ‘নানুম রাউডি ধান’ সিনেমার মাত্র ৩ সেকেন্ডের ঝলক ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ সিনেমায় ব্যবসার করার জন্য ধনুশ তাকে ১০ কোটি টাকার আইনি নোটিশটি পাঠিয়েছেন। এর জেরেই সামাজিকমাধ্যমে তিন পাতার খোলা চিঠি পোস্ট করেছেন নয়নতারা। আর সেখানে তিনি ধনুশের ‘চরিত্র’ নিয়ে প্রশ্ন তুলেছেন।

‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ আসলে নয়নতারার জীবনের কিছু মুহূর্ত নিয়ে তৈরি তথ্যচিত্র। যা ১৮ নভেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে। অভিনেত্রীর অভিযোগ, এই তথ্যচিত্রের জন্য ২০১৫ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘নানুম রাউডি ধান’র ৩ সেকেন্ডের ঝলক ব্যবহার করার অনুমতি তিনি চেয়েছিলেন। কারণ ধনুশ সিনেমাটির প্রযোজক। কিন্তু দিনের পর দিন এই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন ধনুশ। কিন্তু আচমকাই ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন।
 
নিজের খোলা চিঠিতে নয়নতারা দাবি করেছেন, তিনি এমন ফুটেজ ব্যবহার করতে চেয়েছিলেন যা ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে রয়েছে। কিন্তু ধনুশ যে তার জন্য এত টাকা চেয়ে বসবেন তা ভাবতে পারেননি অভিনেত্রী।

নিজের চিঠিতে তিনি লেখেন, এটা অত্যন্ত খারাপ আর আপনার চরিত্র ফাঁস করে দেয়। যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন যদি তার অর্ধেকও আপনার মধ্যে থাকত। কিন্তু স্পষ্টতই, যা বলেন তা নিজে অনুশীলন করেন না। অন্তত আমার আর আমার সঙ্গীর সঙ্গে তো না।

নয়নতারার বক্তব্য, কিছু মানুষ অন্যকে ছোট দেখাতে পারলে আনন্দ পায়। ধনুশ এমন মানুষদের দলেই পড়েন। এর আগেও নাকি নায়িকার সাফল্য তিনি সহ্য করতে পারেননি। যদিও নয়নতারা চান ধনুশ তার তথ্যচিত্রটি যেন দেখেন এবং যেমন ভালো মানুষ নিজেকে দেখাতে চান তেমনটাই যেন হয়ে ওঠেন ভবিষ্যতে।

স্ত্রী নয়নতারার এই বক্তব্যকে সমর্থন করেছেন পরিচালক ভিগনেশ শিবান। অভিনেত্রীর পোস্টে লাইক দিয়েছেন শ্রুতি হাসান, নাজরিয়া, পার্বতী, ঐশ্বর্য রাজেশের মতো দক্ষিণী অভিনেত্রীরা। যদিও ধনুশের পক্ষ থেকে এখন পর্যন্ত নয়নতারার খোলা চিঠি নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।