ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জন্মদিনেও কর্মব্যস্ত মিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
জন্মদিনেও কর্মব্যস্ত মিম বিদ্যা সিনহা মিম

দেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। বহু সিনেমায় অনবদ্য অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

আদ্যোপান্ত কাজ প্রেমী একজন নায়িকা, তাই প্রবাহমান সময়েক যথাযথভাবে লাগানোরই চেষ্টা করে এসেছেন তিনি সবসময়। যে কারণে রোববার (১০ নভেম্বর) নিজের জন্মদিনেও কর্মব্যস্ত এই অভিনেত্রী।

জানা গেছে, এদিন বিকেলে একটি কর্পোরেট প্রমোশনে অংশগ্রহন করবেন তিনি। মিম আরও জানান, শনিবার একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পাশাপাশি ফটোশুটেও নেন তিনি।

প্রত্যেকেরই জীবনে বিশেষ দিবসের গুরুত্বপূর্ণ রয়েছে। তারকা হলে যেন সেই বিশেষ দিনের গুরুত্ব অধিক বেড়ে যায়। বিশেষত তাদের যারা ভক্ত তাদের মধ্যে সেই বিশেষ দিন নিয়ে উচ্ছ্বাসের কমতি থাকে না। আজ মিমের জন্মদিনে মিমের ভক্তদেরও রয়েছে দিনটিকে বিশেষভাবে উদযাপনের নানান ধরনের পরিকল্পনা।

শুধু তাই নয়, আজকের দিনটিকে ঘিরে তার বাবা বীরেন্দ্র নাথ সাহা, মা ছবি সাহা ও মিমের স্বামী সনিরও রয়েছে নানান পরকিল্পনা। তবে কী সেই পরিকল্পনা তার কিছুই জানেন না মিম। অবশ্য তাকে কখনও জানতেও দেওয়া হয় না। তাই আজকের দিনটি কাজের আপডেট ছাড়া আর অন্যান্য কোনোকিছুরই আপডেট দিতে পারেননি তিনি।

বিদ্যা সিনহা মিম বলেন, জন্মদিন আসার পূর্ব থেকেই একটা ভালোলাগার অনুভূতি কাজ করা শুরু করে মনের ভেতর। আমার প্রিয় কিছু মানুষ আছেন যারা আমার এই দিনটিকে ঘিরে নানান ধরনের পরিকল্পনা করতে থাকেন, আমাকে সারপ্রাইজ দেন। সেক্ষেত্রে অবশ্যই আমার পরিবার সবার আগে অর্থাৎ আমার বাবা মা আর সনি। এছাড়াও আমার ভক্তরাতো রয়েছেই। তো দেখা যায় যে নানান ধরনের অপ্রত্যাশিত আয়োজনের মুহুর্ত সামনে চলে আসে, আমি বিস্মিত হই, আনন্দিত হই, মুহুর্তগুলো হয়ে উঠে স্মরনীয়।

মিম আরও বলেন, ঈশ্বরের প্রতি অসীম কৃতজ্ঞতা আমি এমন এক পরিবারে জন্ম নিয়েছি যে পরিবার আমাকে তার সবটুকু দিয়েই সবসময় আমাকে আগলে রাখে। তাদের সবটুকু ভালোবাসা দিয়ে আমাকে একজন পরিপূর্ণ মানুষ করার চেষ্টা করেছেন, আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। ঈশ্বরের কাছে একটাই চাওয়া তিনি যেন আমার বাবা মা’কে সুস্থ রাখেন। জন্মদিনে এই কামনা, আমি যেন ভালো ভালো কাজ দর্শককে উপহার দিতে পারি।

মিম অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘পরাণ’। মিম  ‘ইউনিসেফ’ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন নিয়মিত। মিমই বাংলাদেশের একমাত্র নায়িকা যিনি একই সময়ে সর্বাধিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।