ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্বামী ভক্ত স্ত্রীর গল্পে ‘প্রাণের স্বামী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
স্বামী ভক্ত স্ত্রীর গল্পে ‘প্রাণের স্বামী’ নির্মাতার সঙ্গে আ খ ম হাসান ও রেজমিন সেতু

সম্প্রতি নির্মাণ করা হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘প্রাণের স্বামী’। রাজীব মণি দাসের রচনা ও পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আ খ ম হাসান, রেজমিন সেতু, শফিক খান দিলু, সায়কা আহমেদ, তারিক স্বপন, তাবাসসুম মিথিলা প্রমুখ।

‘প্রাণের স্বামী’র গল্পে দেখা যাবে, আলিয়া স্বামী ভক্ত একজন পাগল স্ত্রী। যে কিনা স্বামীর জন্য সব সময় অস্থির থাকে। পৃথিবীতে এমন স্বামীভক্ত স্ত্রী পাওয়া দুষ্কর। সামান্য পান থেকে চুন খসতেই পাগল হয়ে উঠে আলিয়া।  

একদিন আলিয়া স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসে। খাবার নিয়ে একটু হইলেই বাবা-মা’র ওপর চড়াও হয় আলিয়া। ব্যাগ ঘুছিয়ে চলে যেতে চায় স্বামীর বাড়ি।

সামির বুঝে তার স্ত্রী তাকে অনেক ভালোবাসে। তবে অযাচিত ভালোবাসায় তিক্ত বিরক্ত সামির নিজেও অসুস্থ হয়ে পড়ে। এরপর নানা ঘটনার মধ্যদিয়ে এগিয়ে যায় নাটকের গল্পটি।  

পরিচালক বলেন, আমি মূলত একজন নাট্যকার। গল্প, উপন্যাস, নাটক লেখাই আমার মূল কাজ। তবে, মাঝে মধ্যে কোনো ভালো গল্প হলে নিজেই শখের বশে নির্মাণ করি। ‘প্রাণের স্বামী’ গল্পটি আমার হৃদয়ে দাগ কেটেছে বিধায় এটি নির্মাণের লোভ সামলাতে পারিনি।

পরিচালক আরও জানান, টেলিফিল্মটি শুক্রবার (০৮ নভেম্বর) বিকেল ৩টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।