ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জিনাত হাকিমের ‘সন্ধ্যাতারা’, প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
জিনাত হাকিমের ‘সন্ধ্যাতারা’, প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ!

দেশের জনপ্রিয় নাট্যকার ও নির্দেশক জিনাত হাকিম। সম্প্রতি তার চিত্রনাট্য ও পরিচালনায় যুক্তরাষ্ট্রে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘সন্ধ্যাতারা’।

নাটকটিতে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা আজিজুল হাকিম, মুস্তাফা কলি, তানিয়া আহমেদ, সুর্জানা কবীর প্রমুখ। যুক্তরাষ্ট্রের ডেনভার ও কলোরাডোতে নাটকটির দৃশ্য ধারণ হয়েছে বলে জানিয়েছেন জিনাত হাকিম।

নাটকের গল্পে প্রসঙ্গে তিনি বলেন, জীবন রহস‍্যময়। কার জীবনের পথ কোন বাঁকে চলে কেউ তা বলতে পারে না। স্বপ্নে বিভোর চেনা-জানা মানুষের পথ হঠাৎ ঝড়ে হয়ে যায় অচেনা। অথচ অজানা পথের অচেনা মানুষটি হয়ে ওঠে আপন। বর্তমানে দাঁড়িয়ে মানুষ ভবিষ্যৎ দিগন্তের রঙিন ছবি আঁকে। সজীব, রুনু, রেজওয়ান ও তাপসীর জীবনের গল্প নিয়ে সন্ধ্যাতারা।

তিনি আরও বলেন, ভালো লাগা থেকেই নাটক রচনা করা। চমৎকার লোকেশনে এর দৃশ্য ধারণ হয়েছে। গল্পের প্রতিটি চরিত্র এ নাটকের জন্য গুরুত্বপূর্ণ। দর্শক নাটকটি দেখলে বুঝতে পারবেন। এরই মধ্যে নাটকটি আরটিভির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। আশা করছি, সবাই আনন্দিত হবেন।

নাট্যজগতের পরিচিত জুটি আজিজুল হাকিম ও জিনাত হাকিম। ১৯৯৩ সালের ১ জানুয়ারি বিয়ে করেন তারা। তাদের বিয়ে তিন দশক পূর্ণ হয়েছে অনেক আগেই। তাদের সুখের সংসার উদাহরণ হয়ে রয়েছে। এক ছেলে ও এক মেয়ে নিয়ে এখন তাদের সুখের সংসার।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।