ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সিজেএফবি’র সভাপতি এনাম সরকার, সম্পাদক রানা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
সিজেএফবি’র সভাপতি এনাম সরকার, সম্পাদক রানা 

দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, এফএম রেডিও অনলাইন টিভি ও নিউজ পোর্টালে কর্মরত সক্রিয় সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির ২৫তম কার্যনির্বাহী কমিটির সভায়-এসএটিভি’র বার্তা সম্পাদক এনাম সরকারকে সভাপতি এবং দৈনিক আজকের পত্রিকার বিনোদন বিভাগীয় প্রধান এম এস রানাকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ২০২৪-২৫ মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটির নতুন এই কমিটিতে বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর নিউজরুম এডিটর নাজমুল আহসান তালুকদারকে সাহিত্য সম্পাদক করা হয়েছে।  

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন এটিএন বাংলার অ্যাডিশনাল ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান মাসুম এবং দৈনিক সমকালের সাব-এডিটর রাসেল আজাদ বিদ্যুৎ।

প্রধান উপদেষ্টা পদে রয়েছেন রেডিও আমার’র হেড অব প্রোগ্রাম তামিম হাসান। উপদেষ্টা পদে আছেন দৈনিক খবরের কাগজের ফিচার সম্পাদক খালেদ আহমেদ এবং প্রবাস টিভি-কানাডা’র বার্তা সম্পাদক দীন ইসলাম।

যুগ্ম সম্পাদক পদে রয়েছেন দৈনিক নয়া দিগন্তের সাব-এডিটর ও ঢাকা মেইলের জয়েন্ট নিউজ এডিটর আলমগীর কবির ও এসএটিভি’র ডিজিটাল মিডিয়া ব্যবস্থাপক শাকিলুর রহমান।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন পাক্ষিক আনন্দ লহরীর নির্বাহী সম্পাদক জাহিদ শাওন, সাংস্কৃতিক সম্পাদক ডেইলি নিউজিয়াম.কম-এ সম্পাদক শারমিন জাহান।  

প্রচার সম্পাদক পদে রয়েছেন যমুনা টিভির নিউজরুম এডিটর মীর নাসিফ আক্তার শুভ, দপ্তর সম্পাদক দৈনিক সমকালের সাব এডিটর এমদাদুল হক মিল্টন, ক্রীড়া সম্পাদক যমুনা টিভির স্টাফ করসপনটেন্ড সানজানা আইভী, অর্থ সম্পাদক আর্টিকেল নাইনটিন-এর মেহনাজ পারভীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেডিও আমার-এর স্টাফ করসপনটেন্ড বিশাল চৌধুরী শামিম।

নির্বাহী সদস্য পদে রয়েছেন মুজাহিদ সামিউল্লাহ (দৈনিক মানবজমিন), মাহবুব হাসান জ্যোতি (নাগরিক টিভি), অমলেন্দু চক্রবর্তী (দৈনিক ইত্তেফাক), জাহাঙ্গীর বিপ্লব (দৈনিক বাংলা), শেখ আরিফ বুলবন (ডেইলি নিউ ন্যাশন), সুমন মোস্তাফা (দৈনিক রুপালি বাংলাদেশ), মৃণাল কুমার বন্দে (দেশকণ্ঠ নিউজ), তন্ময় কুমার রায় (এখন টিভি)।

গেল ১৭ অক্টোবর সিজেএফবি’র গুলশান কার্যলয়ে কার্য-নির্বাহী কমটির সভায় সর্ব সম্মতিক্রমে সিজেএফবি’র নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, ১৯৯৯ সালে সক্রিয় সাংবাদিকদের সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে সিজেএফবি।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।