ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অবন্তী সিঁথির ‘সুখের মুহূর্ত’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মে ১৮, ২০২৪
অবন্তী সিঁথির ‘সুখের মুহূর্ত’ আশিক বন্ধু, অবন্তী সিঁথি ও সুমন কল্যাণ  

নতুন গানে কণ্ঠ দিলেন সারেগামাপা’খ্যাত শিল্পী অবন্তী সিঁথি। গানের শিরোনাম ‘সুখের মুহূর্ত’।

শুক্রবার সন্ধ্যায় গানটির রেকর্ডিং হয় সংগীতশিল্পী সুমন কল্যাণের স্টুডিওতে। এর কথা লিখেছেন আশিক বন্ধু।

গানটি প্রসঙ্গে অবন্তী সিঁথি বলেন, এটি এই সময়ের আধুনিক সিনেমার গানের মতো। বেশ মেলোডি কথা সুরের, গেয়ে শান্তি পেলাম। আশিক বন্ধু’র লেখা গানটি দর্শকরা শুনবে। আমার বিশ্বাস, গানটি সাড়া ফেলবে।

জানা গেছে, চলতি সপ্তাহে ‘সুখের মুহূর্ত’র মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু হবে চট্টগ্রামে। গানের প্রযোজক আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু’র ইউটিউব চ্যানেলে কোরবানি ঈদে এটি প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ১৮, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।