ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অবশেষে বিজেপির প্রার্থী তালিকায় কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
অবশেষে বিজেপির প্রার্থী তালিকায় কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত একজন মোদিভক্ত,  সে কথা সবারই জানা। সামাজিকমাধ্যমে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর গুণগান প্রায়শই করে থাকেন এ অভিনেত্রী।

এবার কঙ্গনাকে তার মোদিভক্তির পুরস্কার দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।  

দেশটির আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির পঞ্চম প্রার্থী তালিকায় চমক হিসেবে নাম রয়েছে তার।  খবর টাইমস অব ইন্ডিয়ার।

রোববার (২৪ মার্চ) রাতে পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি।  এতে দেখা যায়, হিমাচলের মান্ডি কেন্দ্র থেকে পদ্মফুলের হয়ে লড়াইয়ের সুযোগ পেয়েছেন কঙ্গনা।  

‘কুইন’খ্যাত বলি তারকা যে ভারতের রাজনীতির মাঠে পা রাখতে চলেছেন, তা নিয়ে জল্পনা চলছিল। এ সময়ে সামাজিকমাধ্যমসহ বিভিন্ন সাক্ষাৎকারে বিজেপির সমর্থনে কথা বলতে দেখা গেছে কঙ্গনাকে। যে কারণে জল্পনা ওঠে। অবশেষে সেই জল্পনা সত্যি হল।

দীর্ঘদিন ধরে অভিনয় দক্ষতা দিয়ে আলোচনায় না এলেও বেফাঁস মন্তব্য করে বরাবরই আলোচনায় ছিলেন কোঁকড়া চুলের এই অভিনেত্রী।  এমনকি তার সমালোচনা থেকে রক্ষা পাননি পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এবার রাজনীতির মাঠেই মমতার বিরোধিতা করতে দেখা যাবে কঙ্গনাকে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ২৫ মার্চ, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।