ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অতীত কথা ভুলে যেতে বললেন শফিক তুহিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
অতীত কথা ভুলে যেতে বললেন শফিক তুহিন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি সুরকার ও গায়ক শফিক তুহিন। নতুন বছরে অতীত কথা ভুলে যেতে বললেন তিনি।

তবে এমন কথা বলেছেন গানে গানে।

শফিক তুহিনের কথায় ও কম্পোজিশনে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। গানের শিরোনাম ‘অতীত কথা যেও ভুলে’। গানটিতে সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। মঙ্গলবার (০২ জানুয়ারি) ইউটিউবে গানটির ভিডিও প্রকাশিত হয়েছে। এতে মডেল হয়েছেন হিমেল ও জারা মনি। ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

এ সম্পর্কে শফিক তুহিন বলেন, আমার গানের নিজস্ব একটা ধরন আছে। গানটির কথা ও সুরের সঙ্গে সঙ্গতি রেখেই এর ভিডিও নির্মিত হয়েছে। মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকেই শ্রোতা-দর্শকদের কাছে ভালো সাড়া পাচ্ছি। এ গানটি আমার পক্ষ থেকে আমার প্রিয় শ্রোতাদের জন্য নতুন বছরের উপহার। আশা করি এ বছরটা সবার ভালো কাটবে।

রেজওয়ান শেখ বলেন, গানটির কথা ও সুর দারুণ। তুহিন ভাইয়ের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। সে সব সময় অসাধারণ কাজ করেন। কথা ও সুরের সঙ্গে ঠিক রেখে চেষ্টা করেছি ভালো একটি সংগীতায়োজন করার। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
এনএটি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।