ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘কাজল রেখা’র প্রথম গান প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
‘কাজল রেখা’র প্রথম গান প্রকাশ রাফিয়াত রশিদ মিথিলা-মন্দিরা চক্রবর্তী

ষোলো শতকের ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘কাজল রেখা’ নামের সিনেমা নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রকাশ পেয়েছে এর প্রথম গান।

গানটির মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন সেলিম। ‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। এতে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি, অন্তরা মণ্ডল ও হুমায়ারা ইশিকা। লিখেছেন গিয়াস উদ্দিন সেলিম।

সিনেমার প্রথম গানের বিষয়ে এক ভিডিও বার্তায় পরিচালক গিয়াস উদ্দিন সেলিম জানিয়েছেন, ‘কাজল রেখা আমাদের গল্প, এই মাটির গল্প, আবহমান বাংলা ও সংস্কৃতির গল্প। ২৮ ডিসেম্বর আপনাদের জন্য কাজল রেখার প্রথম গান প্রকাশিত হবে।

এর আগে প্রকাশ পেয়েছে এই সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্ট লুক। যেখানে দেখা গেছে রাফিয়াত রশিদ মিথিলা, মন্দিরা চক্রবর্তী, শরিফুল রাজ, গাউসুল আলম শাওন ও খায়রুল বাসারকে।

কাজল রেখায় কঙ্কন দাসীর চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। মিথিলাকে দেখা গেছে ছাই রঙা শাড়িতে। মাঝখানে সিঁথি করে, সোনার গহনা ও নথ পরে প্রাচীন বাংলার নারীর অবয়ব ধারণ করেছেন তিনি। আরেকটি ছবিতে মন্দিরা চক্রবর্তীর সঙ্গে দেখা গেছে মিথিলাকে। দুজনের পরনেই ছিল ব্লাউজ ছাড়া শাড়ি।

‘কাজল রেখা’র আরও কিছু চরিত্রের স্থিরচিত্র প্রকাশ্যে এসেছে। তাতে শরিফুল রাজ, গাউসুল আলম শাওন ও খায়রুল বাসারকে দেখা গেছে।

কাজল রেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রাজ-মন্দিরা। রাজকে দেখা যাবে সুচ কুমারের ভূমিকায়। বিভিন্ন চরিত্রে অভিনয় রয়েছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, সাদিয়া আয়মানসহ অনেকে।

২০২২ সালের এপ্রিলে মেঘালয়ের পাহাড়ের পাদদেশে বাংলাদেশ সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুরের বারোমারির লক্ষীপুর গ্রামে এর শুটিং শুরু হয়েছিল। চলতি বছর ঢাকাতে শেষ হয়েছে সিনেমাটির দৃশ্যায়ন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এফআর/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।