ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবারও ডিবিতে লুবাবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
আবারও ডিবিতে লুবাবা

ঢাকা: শিশুশিল্পী সিমরিন লুবাবাও আবারও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে লুবাবা ডিবি কার্যালয়ে যান।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২০ নভেম্বর) লুবাবার বিষয়ে হারুন অর রশীদ জানান, তানজিন তিশার মতো শিশুশিল্পী সিমরিন লুবাবাও এসেছিলেন আমাদের কাছে। তাকে ফেসবুকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়েছে এবং ভিডিও পোস্ট করেছে। লুবাবা লিখিতভাবে অভিযোগ করেছে।  

লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ডিবি প্রধান।  

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
পিএম/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।