ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অভিনয় থেকে বিরতি নিচ্ছেন রণবীর কাপুর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
অভিনয় থেকে বিরতি নিচ্ছেন রণবীর কাপুর! রণবীর কাপুর

অভিনয় থেকে বিরতি নিচ্ছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন অভিনেতা নিজেই।

তবে, ভক্তদের দুশ্চিন্তার কারণ নেই। কারণ মাত্র ছয় মাসের জন্য বিরতি নেবেন এই রণবীর।

‘আজব প্রেম কি গজব কাহানি’র নায়ক জানান, অভিনয় থেকে বিরতি নিয়ে কয়েকমাস একটু মেয়ে রাহার সঙ্গে সময় কাটাতে চাই।

রণবীরের কথায়, পর পর সিনেমার শুটিং থাকায় রাহাকে খুব একটা বেশি সময় দিতে পারেননি। সেই কারণেই আপাতত ৬ মাস ক্য়ামেরার সামনে থেকে দূরে থাকবেন ঋষিপুত্র।

আপাতত মুক্তির অপেক্ষায় রণবীরের ‘অ্যানিমেল’ সিনেমা। ইতোমধ্যেই সিনেমাটিতে রণবীর লুক প্রশংসিত দর্শকমহলে। অন্যদিকে শোনা যাচ্ছে, পরিচালক নীতিশ তিওয়ারির রামায়ণ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রণবীর। তাই আপাতত, নতুন সিনেমার শুটিং শুরু করার আগে ৬ মাসের বিরতি নিতে চাইছেন রণবীর।

এদিকে, রণবীরের স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি শুরু করেছেন করণ জোহরের প্রযোজনায় ‘জিগর’র কাজ। একদিকে, যখন স্ত্রী ব্যস্ত থাকবেন শুটিংয়ে, অন্যদিকে ছোট্ট রাহাকে সামলাবেন রণবীর।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।