ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান শাকিব খান-সোনাল চৌহান

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন আলোচিত নির্মাতা অনন্য মামুন। ‘দরদ’ নামের সেই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন বলিউডের নায়িকা।

সোনাল চৌহান।

জানা গেছে, ‘দরদ’ সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি প্রযোজনার সঙ্গে জড়িত থাকছেন ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’। এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকেই জানানো হল সিনেমাটিতে তার বিপরীতে চূড়ান্ত হয়েছেন সোনাল চৌহান।  

২০০৮ সালে ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ সিনেমার মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় সোনালের। এরপর তেলুগু, কন্নড় ও তামিল ভাষার বেশকিছু সিনেমায় অভিনয় করেন তিনি। প্রভাস অভিনীত ‘আদি পুরুষ’ সিনেমাতেও ছিলেন এই অভিনেত্রী।  

‘দরদ’ সিনেমাটি বাংলার পাশাপাশি হিন্দি তামিল তেলেগু মালায়লাম ভাষায় মুক্তি পাবে।

এর আগে শাকিব খানকে নিয়ে ‘নবাব এলএলবি’ নামের সিনেমা নির্মাণ করেছেন অনন্য মামুন। তবে ‘দরদ’ নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না নির্মাতা। তবে সূত্র বলছে, অক্টোবর থেকে ভারতে সিনেমাটির শুটিং শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।