ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিশ্ব পর্যটন দিবসে শফিক তুহিনের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
বিশ্ব পর্যটন দিবসে শফিক তুহিনের গান শফিক তুহিন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার সুরকার ও গায়ক শফিক তুহিন। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ধরনের গান করেছেন তিনি।

এবার  বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গান করলেন এই গায়ক।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে থিম সং তৈরি করেছেন তিনি। ‘চলে এসো’ নামের গানটি প্রকাশিত হবে আগামীকালই।  

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুরও করেছেন শফিক তুহিন। তিনি বলেন, নিজের দেশের সৌন্দর্যকে তুলে ধরে গানটি করলাম। অনুভূতিটা ছিল দারুণ। আশা করছি গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

কক্সবাজারের মনোরম লোকেশনে এ গানের ভিডিও চিত্রায়ন হয়েছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার লাবনী বিচে সাত দিনব্যাপী অনুষ্ঠানে এই গানটির প্রচারিত হবে।  গানটির ব্যবস্থাপনা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।