ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রকাশ্যে ‘এমআর-৯’ মিশনে ব্যবহৃত মাসুদ রানা’র পিস্তল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
প্রকাশ্যে ‘এমআর-৯’ মিশনে ব্যবহৃত মাসুদ রানা’র পিস্তল! এবিএম সুমন

আসছে ২৫শে আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’। কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

এটি নির্মাণে ব্যয় ৮৩ কোটি টাকা।

সম্প্রতি প্রকাশিত ট্রেলারে হলিউড ও বলিউডের একঝাঁক তারকার উপস্থিতি সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।

সিনেমাটির পেজে সম্প্রতি উন্মুক্ত হয়েছে ৩৩ সেকেন্ডের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, পিস্তল হাতে মাসুদ রানা। তাকে পিস্তল সম্পর্কে ধারণা দিচ্ছেন বিসিআই টেক এক্সপার্ট ফয়সাল।

ডু অর ডাই মিশনে এজেন্ট এমআর-৯ এর হাতে থাকবে কোন পিস্তল? মাসুদ রানার প্রিয় সেই ওয়ালথার পিপিকে নাকি আসছে কোনো আপগ্রেড? ভিডিওর সেই ছোট দৃশ্যে মাসুদ রানা অর্থাৎ এবিএম সুমনের পাশে বিসিআই টেক এক্সপার্ট ফয়সালের চরিত্রে অভিনয় করেছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত বলিউড অভিনেতা অমি বৈদ্য।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি বাংলাদেশ, কানাডা ও আমেরিকায় মুক্তি পাচ্ছে পঁচিশে আগস্ট। উত্তর আমেরিকায় একশো পঞ্চাশ এরও বেশি হলে মুক্তির ঘোষণা দিয়েছে পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।

সিনেমাটি বাংলাদেশে পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। পরিচালনা করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত হলিউডের নির্মাতা আসিফ আকবর। সিনেমাটিতে এবিএম সুমন ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, মাইকেল জেই হোয়াইট, সাক্ষী প্রধান, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, কেলি গ্রেসন, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।