ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রজনীকান্তের সিনেমা দেখার জন্য অফিসে ছুটি ঘোষণা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
রজনীকান্তের সিনেমা দেখার জন্য অফিসে ছুটি ঘোষণা! রজনীকান্ত

দুই বছর পর নতুন সিনেমা নিয়ে আসছেন তামিল সুপারস্টার রজনীকান্ত। তাই তামিলনাড়ুতে বিরাজ করছে তুমুল উচ্ছ্বাস-উন্মাদনা।

এমনকি বিভিন্ন অফিসে কর্মীদের ছুটি ঘোষণাও করা হয়েছে! এর আগেও তার সিনেমা নিয়ে এরকম ঘটনা ঘটেছে।

আগামী ১০ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘জেইলার’। এ উপলক্ষে চেন্নাই ও বেঙ্গালুরুর বিভিন্ন অফিসে ১০ আগস্ট ছুটি ঘোষণা করা হয়েছে। যাতে কর্মীরা প্রথম দিনই সিনেমাটি দেখতে পারে।

শুধু তাই নয়, বিভিন্ন অফিসে কর্মীদের বিনামূল্যে টিকিটও দেওয়া হয়েছে।

‘ইউনো অ্যাকুয়া কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানের ছুটির ঘোষণা ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। সেই নোটিশে বলা হয়েছে, সুপারস্টার রজনীকান্তের ‘জেইলার’ সিনেমা মুক্তি উপলক্ষে ১০ আগস্ট আমরা ছুটি ঘোষণা করছি। এছাড়া পাইরেসি বন্ধে উৎসাহ দিতে আমরা আমাদের সাবেক কর্মীদেরও বিনামূল্যে টিকিট সরবরাহ করছি।

ওই নোটিশে রজনীকান্তকে নিজ প্রজন্মের পাশাপাশি দাদা, বাবা, পুত্র এবং নাতির প্রজন্মের সুপারস্টার বলে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।

অ্যাকশন ঘরানার‘জেইলার’ নির্মাণ করেছেন নেলসন। এতে রজনীকান্তের সঙ্গে আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ।

২০০ কোটি রুপির বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে মালায়লাম তারকা মোহনলালকে দেখা যাবে অতিথি চরিত্রে।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।