ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পুত্র সন্তানের মা হলেন সানা খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
পুত্র সন্তানের মা হলেন সানা খান সানা খান

পুত্রসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী সানা খান। মুফতি আনাস-সানা খান দম্পতির এটি প্রথম সন্তান।

বুধবার (৫ জুলাই) বিকালে ইনস্টাগ্রাম পোস্টে এসব তথ্য জানিয়েছেন সানা খান নিজেই।

খবরটি জানিয়ে সানা খান লেখেন, আমরা আমাদের সন্তানের জন্য যেন সেরাটি দিতে পারি। আমাদের চমৎকার এই জার্নিতে আপনাদের দোয়া ও ভালোবাসা আমাদের হৃদয়কে তুষ্ট করেছে। বাবা-মা হতে পেরে আমরা গর্বিত।

২০২০ সালের অক্টোবরে হঠাৎ করেই অভিনয় ও শোবিজ জগত ছেড়ে ধর্মে মনোযোগী হওয়ার ঘোষণা দেন সানা খান। তারপর ভারতের সুরাটের বাসিন্দা মুফতি আনাসকে বিয়ে করেন রিয়েলিটি শো ‘বিগ বস’খ্যাত এই তারকা।

‘বিগ বস’র পাশাপাশি ‘খতড়ো কে খিলাড়ি’ রিয়েলিটি শোয়ে অংশ নেন সানা খান। ‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন সানা।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।