ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নাচে-গানে মাতাতে যুক্তরাষ্ট্র গেলেন জায়েদ খান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
নাচে-গানে মাতাতে যুক্তরাষ্ট্র গেলেন জায়েদ খান

গত দুই দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে আসছে ঢালিউড অ্যাওয়ার্ড। ২০২২ সালের ১৬ অক্টোবর নিউ ইয়র্কের কুইন্স জ্যামাইকার অ্যামাজুরা হলে বসেছিলো সবশেষ আসর।

জানা গেছে, এবারও আয়োজিত হচ্ছে ঢালিউড অ্যাওয়ার্ড। এবার ২৫ জুন জ্যামাইকার আমাজুরা হলে অনুষ্ঠিত হবে প্রবাসীদের এই আয়োজন।

এছাড়াও ১ জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হবে ফিল্ম অ্যাওয়ার্ড। মূলত দুই ভাগে বিভক্ত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ১ জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিল্ম অ্যাওয়ার্ড আয়োজনে অংশ নেবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান।  

এ কারণে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে শুক্রবার (২৩ জুন) ভোরের একটি ফ্লাইটে দেশ ছাড়েন জায়েদ খান। বিষয়টি জানিয়েছেন এই নায়ক নিজেই।  

এর আহে বাংলানিউজকে জায়েদ খান বলেন, যুক্তরাষ্ট্রে যাচ্ছি। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেব। সেখানে পারফর্ম করতে হবে আমাকে।  

ইতোমধ্যেই একটি সংবাদ সম্মেলনে পুরো পরিকল্পনা জানিয়েছেন এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান।

এবারের ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেবেন - মাহফুজ আনাম জেমস, গায়ক তাহসান, চিরকুট ব্যান্ড, অভিনেতা মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ (কাবিলা), চিত্রনায়িকা পূজা চেরি, গায়ক প্রতীক হাসান, অভিনেত্রী কেয়া পায়েল, মডেল মিথিলা, তৃণা, মন্দিরাসহ একঝাঁক তারকা।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
এনএটি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।