ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হঠাৎ লাইভে এসে বোনকে খুঁজছেন কেন ফারিণ?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জুন ১১, ২০২৩
হঠাৎ লাইভে এসে বোনকে খুঁজছেন কেন ফারিণ? তাসনিয়া ফারিণ

জনপ্রিয় অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ শুক্রবার (০৯ জুন) হঠাৎ করেই লাইভে আসেন। তাকে বেশ কিছুটা অগোছালো এলোমেলো মনে হয় এই লাইভে।

নির্মাণাধীন এক রাস্তায় তিনি কিছু একটা খুঁজছেন বলে মনে হয়েছে।

কথাবার্তার এক ফাঁকে ফারিণ জানান তিনি তার বোনকে খুঁজছেন।

ফারিণের এই লাইভ নেট দুনিয়ায় খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সেও দর্শকরা ফারিণ ও তার বোন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। কেউ কেউ বোন সম্পর্কে বিস্তারিত জানতে চান, কেউ কেউ আবার জানতে চান এটি নতুন কোনো কন্টেন্টের প্রোমোশন কী না! তবে ফারিণ এসব কোনো প্রশ্নেরই উত্তর সেদিন দেননি।

তবে পরের দিন রোববার (১০ জুন) ফারিণ তার স্ট্যাটাসে কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন, ‘আমার বোনকে কি সত্যিই খুঁজে পাব?’ এই বাক্যটির পরই তিনি লেখেন, ‘এই ঈদে আসছে ‘‘নিকষ’’ দীপ্ত প্লে’তে। ’’

বোঝা যাচ্ছে ফারিণ আসলে‘নিকষ’নামের নতুন এক কন্টেন্টের প্রোমোশনে অংশ নিয়েছেন, যা আসছে ঈদে রিলিজ হবে দীপ্ত প্লে’তে।

ইতোমধ্যেই ‘নিকষ’-এ ফারিণের লুক নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। এখন দেখার বিষয় ফারিণে ‘নিকষ’ কী নতুন গল্প নিয়ে আসে!

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।