ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

১৫০ শিশুকে দত্তক নিলেন অভিনেতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
১৫০ শিশুকে দত্তক নিলেন অভিনেতা

ভারতীয় দক্ষিণী অভিনেতা রাঘব লরেন্স। যিনি মানবিক কাজের জন্য আগে থেকেই পরিচিত।

প্রায় সময়ই বিভিন্ন মানবিক কাজে দেখা যায় এই অভিনেতাকে। এরই ধারাবাহিকতায় এবার ১৫০ জন অনাথ শিশুকে দত্তক নিলেন তিনি।

জানা গেছে, এই শিশুদের ভরণপোষণের পাশাপাশি তাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন রাঘব। টুইট করে সংবাদটি নিজেই প্রকাশ করেছেন অভিনেতা।

ক্যাপশনে রাঘব লেখেন, আপনাদের সঙ্গে আমার আনন্দের খবরটি ভাগ করে নিতে চাই। ‘রুধরান’ সিনেমার অডিও প্রকাশ উপলক্ষে আমি ১৫০ জন শিশুকে দত্তক নিয়ে তাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছি। আপনাদের দোয়া চাই।

এর আগেও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন রাঘব। অনেক শিশুর স্কুলের জন্য অর্থ প্রদান, হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার ইত্যাদি কাজে সহযোগিতা করেছে তার দাতব্য প্রতিষ্ঠান লরেন্স চ্যারিটেবল ট্রাস্ট।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।