ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘শরতের জবা’র জন্য নতুন পরিচয়, স্বপ্ন পূরণ কুসুমের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
‘শরতের জবা’র জন্য নতুন পরিচয়, স্বপ্ন পূরণ কুসুমের কুসুম সিকদার

দীর্ঘ বিরতি পেরিয়ে নতুন সিনেমায় দর্শকপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার। তার নতুন চলচ্চিত্রের নাম ‘শরতের জবা’।

সিনেমাটির মাধ্যমে পরিচালক-প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। গল্প-চিত্রনাট্য তারই।

জানা গেছে, গেল অমর একুশে বইমেলায় প্রকাশিত তার গল্পগ্রন্থ ‘অজাগতিক ছায়া’য় ‘শরতের জবা’ গল্পটি রয়েছে।

কুসুমের প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্সের প্রথম নিবেদন হতে যাচ্ছে ‘শরতের জবা’। নড়াইলের কালিয়া উপজেলায় পহরডাঙ্গা নামে একটি ইউনিয়ন আছে। সেখানে কুসুমের দাদাবাড়ি। সিনেমাটির শুটিং হয়েছে সেখানেই।

নতুন পরিচয় ও কাজ নিয়ে অভিনেত্রীর ভাষ্য, এই কাজটির মাধ্যমে অনেকদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আশা করছি, দর্শক ভালো একটি কাজ উপহার পেতে যাচ্ছে।

কুসুমের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন সুমন ধর। এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। দুই ঘণ্টা দৈর্ঘ্যের সিনেমাটি ওটিটি নাকি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তা এখনই বলতে নারাজ অভিনেত্রী।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারি, হাসনাত রিপন, জাহাঙ্গীরসহ অনেকে।

২০১৬ সালে সর্বশেষ চলচ্চিত্রে কাজ করলেও ২০১৮ সালে হানিফ সংকেতের নাটকে অভিনয় করেন কুসুম সিকদার। এর নাম ‘শেষ অশেষের গল্প’।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।