ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিজের খরচে ১০০ ভক্তকে ভ্রমণে পাঠালেন বিজয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
নিজের খরচে ১০০ ভক্তকে ভ্রমণে পাঠালেন বিজয়

ভোটের মাধ্যমে নির্বাচিত ১০০ জন ভক্তকে নিজের খরচে ভ্রমণে পাঠিয়েছেন অভিনেতা বিজয় দেবেরকোন্ডা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভক্তদের যাত্রার একটি ভিডিও পোস্ট করে খবরটি জানান বিজয়।

ভিডিওতে দেখা যাচ্ছে, তার ভক্তরা এই ভ্রমনে দারুণ উচ্ছ্বসিত। বিজয়ের জন্য উল্লাস করতে দেখা গেছে তাদের।

এর ক্যাপশনে অভিনেতা লেখেন, আজ সকালে তারা তাদের ফ্লাইট থেকে আমাকে একটি ভিডিও পাঠিয়েছে। তারা পাহাড়ে যাচ্ছে! সারাদেশ থেকে ১০০ জন। আমি দারুণ খুশি।

নির্বাচিত ভক্ত অনুরাগীদের ভ্রমণে পাঠাবেন বলে সিদ্ধান্ত জানিয়েছিলেন বিজয়। সামাজিকমাধ্যমে ভোটের মাধ্যমে বিজয় জানতে পারেন যে তার ভক্তরা পাহাড় ভ্রমণে বেশি ইচ্ছুক। তাই তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করে তাদের মানালিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিগত কয়েক বছর ধরেই ভক্তদের এমন দারুণ কিছু উপহার দিয়ে এসেছেন ভারতের দক্ষিণী তারকা।

বিজয়কে সামনে তেলেগু রোমান্টিক চলচ্চিত্র ‘কুশি’তে দেখা যাবে। এতে তার সঙ্গে অভিনয় করছেন সামান্থা রুথ প্রভু। শিবা নির্ভানা পরিচালিত সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাবার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।