ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখের হাতের নীল ঘড়ির মূল্য ৫ কোটি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
শাহরুখের হাতের নীল ঘড়ির মূল্য ৫ কোটি! শাহরুখ খান

প্রেক্ষাগৃহে ‘পাঠান’ সিনেমা মুক্তির পর পেরিয়ে গেছে কয়েক সপ্তাহ। বক্স অফিসে এখনও দাপট ধরে রেখেছে সিনেমাটি।

পার করে চলেছে একের পর এক মাইলস্টোন।

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন জুটিকে এ সিনেমায় নতুন ভাবে পেয়েছে দর্শক। তবে শুধু সিনেমা নয়,  ‘পাঠান’র প্রচারের ফাঁকে দীপিকার নিজস্ব প্রসাধনী সংস্থার একটি বিজ্ঞাপনেও একসঙ্গে দেখা গেল দু’জনকে।

বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, দীপিকা ত্বক পরিচর্যার পাঠ দিচ্ছেন শাহরুখকে। রূপচর্চার প্রথম ধাপ যে ক্লিনজিং, সে কথা বাদশাকে বোঝালেন অভিনেত্রী। ধাপে ধাপে ত্বকের যত্নের নিয়ম জানালেন শাহরুখকে।  

‘পাঠান’ ঝড়ের মাঝেই এই ভিডিওটি বেশ জনপ্রিয় হয়েছে। শাহরুখ, দীপিকা এবং তাদের সমীকরণ ছাড়াও এই বিজ্ঞাপনটিতে নজরে আসছে শাহরুখের হাতে থাকা একটি গাঢ় নীল রঙের ঘড়ি।

পোশাক কিংবা জুতা শাহরুখের ব্যবহৃত যে কোনো জিনিসই আলোচনার কেন্দ্রে থাকে। সেগুলোর দাম নিয়ে কম জল্পনা চলে না। এই নীল ঘড়িটি নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন তার অনুরাগীরা।  

শাহরুখের ঘড়িটি বিদেশি সংস্থা ‘অডেমার্স পিগুয়েট’র। এই ঘড়িটির দাম প্রায় ৪.৯৮ কোটি ভারতীয় রুপি। । যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি টাকার বেশি। দাম শুনে বিস্মিত হয়েছেন অনেকেই। কারো মনে হয়েছে, সারা জীবন চাকরি করে অবসর নেওয়ার পরেও এতো টাকা একসঙ্গে পাওয়া যায় না।  

তবে অবশ্য শাহরুখের ঘড়ির দাম শুনে চমকে ওঠেননি, এই সংখ্যাটা অনেক বেশি। প্রথমবার শাহরুখ কোনো বহুমূল্য জিনিস পরলেন, এমন তো নয়। ব্যক্তি শাহরুখ যে অত্যন্ত শৌখিন মানুষ, বাইরে থেকে হলেও ‘মান্নাত’ দেখলে তা বোঝা যায়।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।