ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘কামিং ব্যাক’ দুবাই-যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফিরে শাকিব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
‘কামিং ব্যাক’ দুবাই-যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফিরে শাকিব শাকিব খান

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে জানুয়ারির ১৪ তারিখ দুবাই গিয়েছিলেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রে যান এই অভিনেতা।

দুই সপ্তাহ পর দেশে ফিরেছেন এই অভিনেতা।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় পা রেখেছেন শাকিব। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন এই চিত্রতারকা।  

ইনস্টাগ্রামে এদিন বিকেলে একটি পোস্ট দিয়ে তিনি ঢাকা, বাংলাদেশ চেকইন দিয়েছেন। এর ক্যাপশনে তিনি লেখেন, কামিং ব্যাক হোম।

এর আগে ২০২১ সালে নভেম্বরে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন শাকিব। সেখানে নয়মাস অবস্থান করার পর দেশে ফিরেন তিনি।

মুক্তির অপেক্ষায় আছে শাকিব অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘আগুন’ এবং ‘অন্তরাত্মা’ সিনেমা। শিগগিরই কাজ শুরু করবেন নিজের প্রযোজিত ‘মায়া’ ও ‘শের খান’ সিনেমার কাজ।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।