ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘সুড়ঙ্গ’ খোঁড়া শুরুর আগেই ‘কালপুরুষ’-এ নিশো 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
‘সুড়ঙ্গ’ খোঁড়া শুরুর আগেই ‘কালপুরুষ’-এ নিশো  আফরান নিশো

ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এই অভিনেতাকে বড় পর্দায় দেখার অপেক্ষায় দর্শকরা।

সেই অপেক্ষায় অবসান হতে যাচ্ছে এমন খবর মিলেছে ২০২২ সালের নভেম্বরেই। ওই সময়ই জানা যায়, ‘সুড়ঙ্গ’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

আলোচিত নির্মাতা রায়হান রাফি নির্মাণ করবেন এই সিনেমাটি। যেখানে নিশোর নায়িকা তমা মির্জা। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

তবে তার আগেই নিশোর ভক্তদের জন্য এলো আরেকটি সুখবর। জানা গেছে, ‘কালপুরুষ’ নামের আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেতা।  

এ বিষয়ে আরো জানা যায়, এটি নির্মাণ করবেন সঞ্জয় সমদ্দার। যিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন কলকাতার সুপারস্টার জিত ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে ‘মানুষ’ সিনেমার কাজে। সিনেমাটির কাজ শেষে দেশে ফিরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।  

তবে এতোটুকু জানা গেল, ‘কালপুরুষ’ সিনেমাটি প্রযোজনা করছেন টপি খান। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের কাজ চলছে। সেই সঙ্গে অনান্য শিল্পী নির্বাচনও চলমান রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।