ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিয়ের পর স্বামীর উদ্দেশে আথিয়ার আবেগঘন বার্তা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
বিয়ের পর স্বামীর উদ্দেশে আথিয়ার আবেগঘন বার্তা  কে এল রাহুলের সঙ্গে আথিয়া শেঠি

ভারতের তারকা ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে সোমবার (২৩ জানুয়ারি) সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। অভিনেতা সুনীল শেঠির খান্ডালা ফার্মহাউসে পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করলেন দুই তারকা।

বিয়ের পরেই মিডিয়ার হাতে মিষ্টি তুলে দেন আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেঠি। তবে বিয়ের ছবি পোস্ট করেন রাহুল ও আথিয়া নিজেরাই।  

এদিন আথিয়া ও রাহুলের পরনে ছিল সাবেকি পোশাক। আথিয়া পরেছিলেন সাদা সুতো ও মুক্তোর কাজের হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। সঙ্গে মানানসই সোনার জড়োয়া সেট, কপালে ছোট্ট টিপ। রাহুলের পরনে ছিল সাদা শেরওয়ানি ও গলায় স্টোনের পাঁচ নড়ি হার। দুজনেই পরেছিলেন বেল ফুলের বরমাল্য।  

আথিয়া বিয়ের ছবি পোস্ট করে রাহুলের উদ্দেশে লেখেন, তোমার আলোয় আমি ভালোবাসতে শিখেছি। আজ আমাদের ভালোবাসার মানুষদের মাঝে, বাড়িতে খুবই আনন্দ ও শান্তির মাঝে আমরা বিয়ে করলাম। আমাদের এই নতুন জার্নিতে আপনাদের আশীর্বাদ আমাদের পাথেয়।

সামাজিকমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান খুরানা, কার্তিক আরিয়ান, ইশা গুপ্তা, কৃতি শ্যানন, রিয়া চক্রবর্তী, ভূমি পেডনেকর, বিরাট কোহলি, রাকুল প্রীত সিং, পরিণীতি চোপড়া, অনন্যা পাণ্ডেসহ আরো অনেক তারকা।

২০২১ সালের ৫ নভেম্বর আথিয়া শেঠির জন্মদিনে প্রথমবার সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রাহুল। ওই সময় কফি ডেটের একটি সুন্দর সময়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি।

সুনীল শেঠির মেয়ে আথিয়া ২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন। এতে তার নায়ক ছিলেন সুরাজ পঞ্চোলি। এ অভিনেত্রীকে শেষবার দেখা যায় নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘মোতিচুর চাকনাচুর’ সিনেমায়। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।