ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কৃপণ স্বামী মীর সাব্বির!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
কৃপণ স্বামী মীর সাব্বির! মীর সাব্বির-তারিন জাহান

কৃপণ এক দম্পতির গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের নাটক ‘সাগরকন্যা’। অনিমেষ আইচের রচনায় এটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।

নাটকে কৃপণ স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তারিন জাহানকে।

নাটকের গল্পে দেখা যাবে, চাকুরিজীবী দম্পতি বেড়ানোর উদ্দেশ্যে লঞ্চে করে বরিশাল যাত্রা শুরু করে। কিন্তু দৈনন্দিন জীবনসহ বিভিন্ন ক্ষেত্রে কৃপণ স্বামীর কৃপণতায় অতিষ্ট হয়ে পড়েন স্ত্রী। এক পর্যায়ে যাত্রাপথে স্বামীকে না বলেই নিরুদ্দেশ হয়ে যান স্ত্রী।

স্বামী তাকে খুঁজতে খুঁজতে আবিষ্কার করেন কুয়াকাটা সমুদ্র সৈকতে। মাঝে ঘটে যায় আরো কিছু ঘটনা। এভাবে এগোতে থাকে নাটকের কাহিনী।

মীর সাব্বির ও তারিন জাহান ছাড়াও নাটকটিতে আরো আছেন মাজনুন মিজান, সালমান আরাফাত, মিলি বাশার, আবুল খায়ের সবুজ ও হানিফ খান। এটি প্রচারিত হবে ২১ জানুয়ারি শনিবার রাত ৯টায়।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।