ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জন্মদিনে সালমানের বাড়ির সামনে লঙ্কাকাণ্ড, পুলিশের লাঠিচার্জ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
জন্মদিনে সালমানের বাড়ির সামনে লঙ্কাকাণ্ড, পুলিশের লাঠিচার্জ

বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন ছিল মঙ্গলবার (২৭ ডিসেম্বর)। বিশেষ দিনে সকালে নিজের বাংলোর বারান্দায় দাঁড়িয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন সালমান।

এ সময় সেখানে এতোটাই ভিড় জমে যে, ভক্তদের সামাল দেওয়ার জন্য লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, জন্মদিনে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন সালমান। হাত নাড়ার পাশাপাশি ভক্তদের উদ্দেশে চুমুও ছুঁড়ে দেন তিনি।

এদিকে প্রিয় তারকাকে একঝলক দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে ভক্তরা। শুরু হয় ভিড়। সেই ভিড় সামলাতেই লাঠিচার্জ করতে হয় পুলিশকে। সেই সময়ের ভিডিও এখন সামাজিকমাধ্যমে ভাইরাল।

নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সালমানের সঙ্গে তার বাবা সেলিম খানও রয়েছেন। বলিউড ভাইজানকে দেখে ভক্তরা চিৎকার করে বলতে থাকেন ‘শুভ জন্মদিন ভাইজান’। আর এক নারী ভক্ত নায়কের অবয়ব আঁকা ট্যাটুতে। তিনি গ্যালাক্সিতে ঢোকার চেষ্টা করছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।