ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপে ব্যান্ড ‘অ্যাশেজ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপে ব্যান্ড ‘অ্যাশেজ’

ডিসেম্বরজুড়েই কনসার্টে ব্যস্ততামুখর সময় কাটিয়েছে নতুন প্রজন্মের ব্যান্ডদল ‘অ্যাশেজ’। এবার দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ ট্যুরে বেরিয়েছেন ব্যান্ডটির সদস্যরা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নেদারল্যান্ডসের উদ্দেশে পাড়ি জমিয়েছেন তারা। জানা গেছে, ইউরোপের তিনটি দেশে পারফর্ম করবে ‘অ্যাশেজ’।  

এ সফরে অংশ নেবে নেদারল্যান্ডসের আমস্টারডামের একটি কনসার্টে। এছাড়া ২৩ ডিসেম্বর জার্মানির ফ্রাঙ্কফুর্টে এবং ২৬ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসের কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি।  

‘বাংলাদেশ ভিক্টরি ডে সেলেব্রেশন কনসার্ট’ নামের এ আয়োজনে আরো পারফর্ম করবে ‘তাহসান অ্যান্ড ফ্রেন্ডস’। কনসার্টগুলো হচ্ছে হেগের বাংলাদেশ দূতাবাস ও ‘স্টিটিচিং ডাচ্-বাংলা কালচারাল সেন্টার নেদারল্যান্ডস’-এর উদ্যোগে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।