ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অনলাইনে ফ্রি-তে দেখা যাচ্ছে শাকিব-পূজার ‘গলুই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
অনলাইনে ফ্রি-তে দেখা যাচ্ছে শাকিব-পূজার ‘গলুই’ শাকিব খান ও পূজা চেরী

চলতি বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাকিব খান ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘গলুই’। পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে মুক্তি পায় সিনেমাটি।

এবার মুক্তি পেল ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে সম্পূর্ণ ফ্রি-তে ‘গলুই’ সিনেমাটি দেখা যাচ্ছে। বিষয়টি জানিয়েছে, সিনেমাটির ডিজিটালি ডিস্ট্রিবিউশন এর দায়িত্বে থাকা জাহিদ হাসান অভি।

‘গলুই’র মাধ্যমে নায়কোচিত ইমেজের বাইরে সম্পূর্ণ নতুন শাকিবকে দেখা যায়। সরকারী অনুদানের পাশাপাশি ‘গলুই’ প্রযোজনা করেন খোরশেদ আলম খসরু।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবন উপজীব্য করে সিনেমাটি নির্মাণ করেন এস এ হক অলিক। এতে শাকিব খান ও পূজা ছাড়াও অভিনয় করেন আজিজুল হাকিম, আলী রাজ, সুচরিতা, সৌমু চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।