ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মা হারালেন মনোজ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
মা হারালেন মনোজ  মায়ের সঙ্গে মনোজ

অভিনেতা মনোজ বাজপেয়ীর মা গীতা দেবী আর নেই। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে বিহারের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।

তার মৃত্যুতে শোকের ছায়া বাজপেয়ী পরিবারে। ভেঙে পড়েছেন মনোজসহ গীতার আরো পাঁচ সন্তান।  

‘গ্যাংস অফ ওয়াসিপুর’র জনপ্রিয় অভিনেতা মনোজ জানান, তার সব শক্তির উৎস ছিলেন মা। সব কাজেই অনুপ্রেরণা দিয়ে গিয়েছেন এতো কাল। তার চলে যাওয়ায় যেন পায়ের তলার মাটি সরে গেল।

বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন গীতা। শেষ কয়েক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা চেষ্টার ত্রুটি রাখেননি। তবু সব মায়া কাটিয়ে ৮ ডিসেম্বর সকালেই চলে গেলেন গীতা।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।