ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাতৃত্বের বিরতি শেষে ফেরার সময় জানালেন পরীমণি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
মাতৃত্বের বিরতি শেষে ফেরার সময় জানালেন পরীমণি পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। অনেকদিন লাইট, ক্যামেরা, অ্যাকশন দুনিয়া থেকে দূরে রয়েছেন তিনি।

চলতি বছরের ১০ আগস্ট মা হয়েছেন এ নায়িকা। এর কয়েক মাস আগে থেকেই সবধরণের কাজ থেকে দূরে রয়েছেন পরী।

এখন তার সময়ই কাটছে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে ঘিরে। তাকে ঘিরেই সব স্বপ্ন ও প্রত্যাশার ঘুড়ি ওরাচ্ছেন পরী। ছেলের বয়স এখন তিনমাস হয়ে গেছে। তাই কবে আবার পর্দার  ফিরবেন এ অভিনেত্রী। এ নিয়ে  দর্শকদের জানার আগ্রহ প্রবল।

এবার পরীমণি নিজেই জানালেন কবে আবার ফিরবেন নিজের চিরচেনা জগতে।

এ সম্পর্কে পরীমণি বলেন, এখন আমার সব চিন্তাজুড়ে রয়েছে রাজ্য। মা হিসেবে রাজ্যকে আমি ভালোভাবে সময় দিতে চাই। আরেকটু বড় হোক রাজ্য।

তিনি আরো বলেন, মা হওয়ার পর আমার শারীরিক পরিবর্তন এসেছে। তাই আমি চাইলেও এখন কাজে ফিরতে পারবো না। আর কয়েকমান পর জিম শুরু করবো। তারপর তিন থেকে চারমাস জিম করে ফিট হয়ে আবারো কাজে ফেরার ইচ্ছে আছে। আমার বিশ্বাস এই সময় আমাকে পরিচালক ও আমার দর্শকরা আমাকে দেবেন।

গেলো শুক্রবার (২ ডিসেম্বর) চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধনে গিয়েছিলেন পরীমণি ও শরিফুল রাজ। এরপর রাতে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন এ তারকা দম্পতি। সেখানেই এসব নিয়ে কথা বলেন পরীমণি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।