ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

হবিগঞ্জের ১৫ ইউপিতে নৌকার পরাজয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
হবিগঞ্জের ১৫ ইউপিতে নৌকার পরাজয়

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন বড় ধরনের সংঘাত-সহিংসতা ছাড়াই শেষ হয়েছে। এতে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৬৩ ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৮৯ জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।


 
বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
 
চুনারুঘাট উপজেলার ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এক নম্বর গাজীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী (মোটরসাইকেল), দুই নম্বর আহম্মদাবাদে স্বতন্ত্র জাকির হোসেন (ঘোড়া), তিন নম্বর দেওরগাছে স্বতন্ত্র মো. মহিতুর রহমান (চশমা), চার নম্বর পাইকপাড়ায় আওয়ামী লীগ মনোনীত মো. ওয়াহেদ আলী (নৌকা), পাঁচ নম্বর শানখলায় স্বতন্ত্র মো. নজরুল ইসলাম (ঘোড়া), ছয় নম্বর চুনারুঘাট সদর ইউনিয়নে স্বতন্ত্র মাহবুবুর রহমান চৌধুরী (আনারস), সাত নম্বর উবাহাটায় স্বতন্ত্র এজাজ ঠাকুর চৌধুরী (আনারস), আট নম্বর সাটিয়াজুরীতে আওয়ামী লীগ মনোনীত আবদালুর রহমান (নৌকা), নয় নম্বর রাণীগাঁওয়ে আওয়ামী লীগ মনোনীত মোস্তাফিজুর রহমান রিপন (নৌকা) ও দশ নম্বর মিরাশী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মানিক সরকার (নৌকা)।
 
মাধবপুরে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয় এক নম্বর ধর্মঘর ইউনিয়নে স্বতন্ত্র ফারুক আহম্মদ (আনারস), দুই নম্বর চৌমুহনীতে স্বতন্ত্র মাহবুবুর রহমান সোহাগ (ঘোড়া), তিন নম্বর বহরায় স্বতন্ত্র মো. আলাউদ্দিন (নৌকা), চার নম্বর আদাঐরে স্বতন্ত্র মীর মো. খুরশেদ আলম (চশমা), পাঁচ নম্বর আন্দিউড়ায় আওয়ামী লীগে আতিকুর রহমান (নৌকা), ছয় নম্বর শাহজাহানপুরে স্বতন্ত্র পারভেজ হোসেন চৌধুরী (চশমা), সাত নম্বর জগদীশপুরে স্বতন্ত্র মো. মাসুদ খান (অটোরিকশা), আট নম্বর বুল্লায় মো. মিজানুর রহমান (আনারস), নয় নম্বর নোয়াপাড়ায় এসএম আতাউল মোস্তফা সোহেল (আনারস), দশ নম্বর ছাতিয়াইনে মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ (ঘোড়া) এবং এগারো নম্বর বাঘাসুরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী সাহাবউদ্দিন আহাম্মদ (ঘোড়া)।
 
হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বাংলানিউজকে জানান, চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৯৪ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ৫৫ হাজার ৮২ জন। বাতিল হয় ৩ হাজার ১৪০টি ভোট। ভোট প্রয়োগের হার ৭৫.৩ শতাংশ। এ উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৩০ ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৯০ জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
 
মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৯১০ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ৭৪ হাজার ৪৭২ জন। বাতিল হয় ২ হাজার ৮৩৮টি। ভোটাধিকার প্রয়োগের হার ৭৬.৩ শতাংশ। মাধবপুরে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৩৩ ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৯৯ জন বেসরকারিভাবে নির্বাচিত হন।
 
বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।