ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

চরফ্যাশনে একটিতে নৌকা অন্যটিতে স্বতন্ত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
চরফ্যাশনে একটিতে নৌকা অন্যটিতে স্বতন্ত্র বিজয়ীরা।

ভোলা: ভোলার চরফ্যাশনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটিতে নৌকা এবং একটিতে স্বতন্ত্র  প্রার্থী বিজয়ী হয়েছেন।

তারা হলেন- ওসমানগঞ্জে স্বতন্ত্র প্রার্থী কাসেম মোল্লা।

তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৭৩৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রার্থী আশ্রাফুল আলম পেয়েছেন ৩১০১ ভোট।

অন্যদিকে কুকরি-মুকরি ইউনিয়নে তৃতীয় বারের মত নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেম মহাজন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪১৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কবির মিয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৭৪৬ ভোট।

রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার সাত ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয় চলে বিকেল ৪টা পর্যন্ত। পাঁচ ইউনিয়নে সদস্য পদে এবং দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  

উপজেলার পাঁচ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দিতায় নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তারা হলেন- নৌকা প্রতীকের আব্দুল্লাহপুর ইউনিয়নে প্রিন্স আল ইমরান, আবুবকরপুর ইউনিয়নে মো. সিরাজ, রসুলপুর ইউনিয়নে জহিরুল ইসলাম, নজরুল নগর ইউনিয়নে মো. রুহুল আমিন, চর মানিকা ইউনিয়নে সফিউল্লাহ হাওলাদার।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।