ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

৬ষ্ঠবারের মতো মেয়র হলেন আ.লীগের কামাল আহমেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
৬ষ্ঠবারের মতো মেয়র হলেন আ.লীগের কামাল আহমেদ দেওয়ান কামাল আহমেদ। 

নীলফামারী: নীলফামারী পৌরসভা নির্বাচনে ৬ষ্ঠবারের মতো মেয়র হলেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।  

রোববার (২৮ নভেম্বর) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচনে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেওয়ান কামাল আহমেদ নৌকা প্রতীকে ভোট পান ১৩ হাজার ৪৪৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) নূরুজ্জামান বুলেট নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ১১৩ ভোট।  

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিষয়ে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।  

জানা যায়, বেসরকারিভাবে নির্বাচিত দেওয়ান কামাল আহমেদ চারবার পৌর চেয়ারম্যান ও দুইবার পৌর মেয়র হিসেবে বিজয় লাভ করেন। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ পৌরসভা সমিতির (ম্যাব) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।