ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জের চন্ডিপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামছুল ইসলাম সুমনের (মোটরসাইকেল প্রতীক) দুটি নির্বাচনী কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী শামছুল ইসলাম সুমনের সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর বাজার ও পদ্মা বাজার নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় লোকজন জানায়, রাত ১০টার দিকে মোটরসাইকেল ও সিএনজি দিয়ে কয়েকজন দুর্বৃত্ত এসে অতর্কিতভাবে স্বতন্ত্র প্রার্থী শামছুল ইসলাম সুমনের নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা দুটি কার্যালয়ের চেয়ার, টেবিলসহ নির্বাচনী সরঞ্জাম ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়।

শামছুল ইসলাম সুমন অভিযোগ করে বাংলানিউজকে বলেন, আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থী কামাল হোসেনের লোকজন আমার দুটি নির্বাচনী কার্যালয় প্রচার মাইক ভাংচুর করে। এছাড়াও বিভিন্ন সময় আমার নির্বাচনী কাজে নিয়োজিত কর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে জানতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামাল হোসেনকে রাতে মোবাইল ফোনে কল দিলেও পাওয়া যায়নি।  

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংনানিউজকে বলেন, ভাঙচুরের ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপে রামগঞ্জের ৫নম্বর চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. কামাল হোসেন। দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য শামছুল ইসলাম সুমন এবং আরেক সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী। নির্বাচনে মোট ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন। গত ১৬ নভেম্বর উপজেলা আওয়ামী লীগ এ দুই বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করে।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।