ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

চাটমোহর পৌর নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
চাটমোহর পৌর নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী সাখাওয়াত হোসেন সাখো

পাবনা: পাবনার চাটমোহরে পৌরসভা নির্বাচনে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো ৬ হাজার ৮১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান ৮৪২ ভোট পেয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে জেলা রিটানিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জেলায় প্রথম ধাপের পৌর নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চার জন প্রার্থী।

উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল ও বিএনপির বিদ্রোহী প্রার্থী এস এম আব্দুল মান্নান ভোট গ্রহণ প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০

আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।